ভারতেই দেখা গেল বিশ্বের প্রথম ‘ইলেকট্রিক গরুর গাড়ি’
‘ইলেকট্রিক গরুর গাড়ি’ না ‘গরুতে টানা ইলেকট্রিক গাড়ি’, - একে ঠিক কী বলা হবে ঠিক করতে পারছে না নেট পাড়া। সম্প্রতি, একটি উচ্চ প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি কিনেছিলেন রাজস্থানের এক পৌরসভার বিরোধী নেতা। কিন্তু মাঝরাস্তায় হঠাৎ সেই গাড়ি হয়ে গেল বন্ধ। কী ভাবে সেটিকে বাড়ি নিয়ে যাবেন? রাস্তায় তো ফেলে রাখা যায় না। অতএব সেই বৈদ্যুতিক গাড়ি টানানো হলো বলদ দিয়ে। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে দেওয়ানা জেলার কুচামানে। বৈদ্যুতিক গাড়িটি কিনেছেন এখানকার নগর পরিষদের বিরোধী নেতা অনিল সিং মেদতিয়া। শহরের মধ্য দিয়ে সগর্বে তিনি নতুন বৈদ্যুতিক গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। আচমকা, সেটি বন্ধ হয়ে যায়। নড়েও না চড়েও না। নানা ভাবে চেষ্টা করেও, সেটিকে চালু করতে পারেননি অনিল সিং মেদতিয়া।
বাধ্য হয়ে তিনি ফোন করেছিলেন ‘টোয়িং’ পরিষেবায়। অর্থাৎ, খারাপ হয়ে যাওয়া গাড়ি যারা টেনে নিয়ে গন্তব্যে পৌঁছে দেয়। কিন্তু তারাও জানিয়ে দেয় ওই মুহূর্তে তারা তাঁকে সাহায্য করতে পারছে না। এর পর অপেক্ষা করছিল একটা বড় চমক। শেষ পর্যন্ত নিকটবর্তী এক খামার থেকে চাষের দুটি বলদ নিয়ে আসেন মেদতিয়া। তারাই টেনে নিয়ে যায় নেতার বৈদ্যুতিক গাড়ি।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল