You have reached your daily news limit

Please log in to continue


সচিবালয়ে অগ্নিকাণ্ড নাকি নথি নষ্টের নাশকতা?

দেশের সবচেয়ে সুরক্ষিত সরকারী অফিস পাড়ায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে গত ২৫ ডিসেম্বর রাত দুটার দিকে। বড়দিনের সরকারী ছুটির রাতে নিঝুম নীরবতা ভেঙ্গে সুউচ্চ ভবনের ৬ তলায় আগুনের সূত্রপাত দেখে রাতে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা ছুটোছুটি করা শুরু করলেও তারা দেখতে পান লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছয়তলা থেকে উপরের নয়তলা পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। অগ্নিনির্বাপক দল খবর পাওয়ার পর আগুন নেভাতে এসে সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও মূল ফটকগুলো তখনও বন্ধ থাকায় বড় গাড়ি নিয়ে সরাসরি ভেতরে প্রবেশ করতে পারেননি। সংবাদে জানা গেছে, তারা তালা ভেঙ্গে পানির গাড়ি নিয়ে অনেক পরে ভেতরে প্রবেশ করতে পেরেছেন।

অগ্নি নির্বাপক দলগুলো তাদের ২০টি ইউনিটকে কাজে লাগিয়ে ৭ ঘণ্টার চেষ্টায় পরদিন সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন। কিন্তু ততক্ষণে পুড়ে গেছে সরকারী অফিসের মূল্যবান নথিপত্র, আসবাব, কম্পিউটার, সিসি ক্যামেরা, লিফট, ও নানা দ্রব্যাদি। এতে সাতটি মন্ত্রণালয়ের ক্ষতি হয়েছে এবং পাঁচটি মন্ত্রণালয়ের মূল্যবান ফাইল নষ্ট হয়েছে।

ডিসেম্বর ২৬ তারিখে সকালবেলা সচিবালয়ের অফিসার ও কর্মচারীগণ অফিসে এসে ঢুকতে পারেননি। তাদের অনেকের মূল্যবান জিনিস, সার্ভিসবুক ওই অফিসে রক্ষিত ছিল, সেগুলোও নষ্ট হবার আতঙ্কে রয়েছেন। অনেকের মনে নানা প্রকার ভীতি কাজ কাজ করছে। রাত শেষ হয়ে আজ সারাদিন গণমাধ্যমে সচিবালয়ের অগ্নিকাণ্ড দেশ বিদেশে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। তা দেখে জনমনে প্রশ্ন জেগে উঠছে-এটা কি নিছক কোন অগ্নিদুর্ঘটনা নাকি কোন গভীর ষড়যন্ত্রের অংশ?

কারণ, সচিবালয়কে ঘিরে গত ৫ আগস্টের পর থেকে নানা ঘটনা-দুর্ঘটনার জন্ম নেয়ায় ইতোমধ্যে গোটা জাতিক ভাবিয়ে তুলেছে। ছাত্রজনতার আন্দোলনের পর অনেকগুলো পালটা ঘটনা বা প্রতিবিপ্লবের জন্ম হয়েছিল। তারমধ্যে একটি হলো আনসারদেরকে দিয়ে সচিবালয় ঘেরাও করার মাধ্যমে গুরুত্বপূর্ণ সরকারী অফিসের দখল নেয়া। ছাত্র-জনতা সেটাকে রুখে দিয়েছিল।

এরপর প্রায় প্রতিদিন রাজপথ বন্ধ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টার মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি করা একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেটা কিছুটা কেটে গেলেও বন্ধ করা যায়নি। পোশাক কারখানায় বেতন-ভাতা বৃদ্ধি, বকেয়া আদায় না হওয়া, অবৈধ ছাঁটাই ইত্যাদির মাধ্যমে ব্যাপক আন্দোলন সৃষ্টি করে বড় বড় বিশৃঙ্খলা প্রতিনিয়ত ঘটেই চলেছে। কিন্তু কোনটিই পেরে উঠছে না সেভাবে।

তার ভেতরে সচিবালয়ের দিকে শ্যেনদৃষ্টি পড়েছে বিভিন্ন মহলের। যেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতির গোপন তথ্যাবলির ফাইলপত্র রক্ষিত রয়েছে। এসব ফাইল নিয়ে এতদিন কারো কোন মাথাব্যথা ছিল না কিন্তু সম্প্রতি আলোচিত কয়েকটি মন্ত্রণালয়ের ব্যাপক দুর্নীতির নথি তলব করা হয়েছে মামলা সচল কারার প্রয়োজনে। বিশেষ করে যোগাযোগ, ডাক-তার ও স্থানীয় সরকার প্রভৃতি মন্ত্রণালয়ে যেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা হয়েছে বলে তথ্য প্রকাশিত হওয়ায় সেগুলো নিয়ে সংশ্লিষ্টজনেরা বিচলিত হয়ে পড়েছেন বলে সংবাদ প্রচারিত হতে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন