নতুন বছরে মাধ্যমিকে যেভাবে ক্লাস-পরীক্ষা ও মূল্যায়ন
আগামী বছর মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে কতগুলো ক্লাস, কোন বিষয়ে কত নম্বরে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা এবং মূল্যায়ন কীভাবে হবে তা তুলে ধরেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি।
শনিবার এনসিটিবির ওয়েবসাইটে বিষয় কাঠামো, নম্বর ও মূল্যায়ন পদ্ধতি প্রকাশের তথ্য দিয়েছেন এনসিটিবির সচিব শাহ্ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস।
ষষ্ঠ-অষ্টম শ্রেণি
এনসিটিবির বিষয় কাঠামো অনুসারে, আগামী বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের দশটি বিষয়ে পড়ানো হবে। এর মধ্যে নয়টি আবশ্যিক ও একটি থাকবে ঐচ্ছিক বিষয় থাকবে।
আবশ্যিক নয়টি বিষয়ের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে। আর ঐচ্ছিক বিষয়ে হবে শ্রেণি কাজ, অনুসন্ধান, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট ও শ্রেণি অভীক্ষার সমন্বয়ে ধারাবাহিক মূল্যায়ন।
অর্ধবার্ষিকী ও বার্ষিক পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলোর মধ্যে বাংলা প্রথম পত্রে ১০০, দ্বিতীয় পত্রে ৫০; ইংরেজি প্রথম পত্রে ১০০, ইংরেজি দ্বিতীয় পত্রে ৫০; গণিতে ১০০, বিজ্ঞানে ১০০, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ১০০, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৫০ ও ধর্মে ১০০ নম্বর থাকবে।
নবম-দশম শ্রেণি
আগামী বছর নবম ও দশম শ্রেণিতে নয়টি আবশ্যিক বিষয়, বিভাগভিত্তিক চারটি বিষয় ও একটি ঐচ্ছিক বিষয় পড়ানো হবে।
অর্ধবার্ষিকী ও বার্ষিক পরীক্ষায় নবম ও দশম শ্রেণিতে আবশ্যিক বিষয় হিসেবে বাংলা প্রথম পত্রে ১০০, দ্বিতীয় পত্রে ১০০; ইংরেজি প্রথম পত্রে ১০০, দ্বিতীয় পত্রে ১০০; গণিতে ১০০, ধর্মে ১০০, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৫০ ক্যারিয়ার শিক্ষায় ৫০, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলায় ৫০ নম্বর থাকবে।
এ দুই শ্রেণির অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞানে ১০০, রসায়নে ১০০, জীববিজ্ঞান বা উচ্চতর গণিতে ১০০, বাংলাদেশ ও বিশ্বপরিচায়ে ১০০ নম্বর থাকবে।
নবম ও দশম শ্রেণির মানবিক শাখায় দুই পরীক্ষায় বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতায় ১০০, ভূগোল ও পরিবেশে ১০০, অর্থনীতি বা পৌরনীতি ও নাগরিকতা ১০০, বিজ্ঞানে ১০০ নম্বর থাকবে।
ব্যবসায় শিক্ষা বিভাগের নবম ও দশম শ্রেণির অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় ব্যবসায় উদ্যোগে ১০০, হিসাববিজ্ঞানে ১০০, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ১০০ এবং বিজ্ঞানে ১০০ নম্বর থাকবে।
জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল ও পরিবেশ, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, চারু ও কারুকলা ও সংগীতের যেকোন একটি বিষয়ে ঐচ্ছিক বা চতুর্থ বিষয়ে অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা হবে ১০০ নম্বরে।
অন্যান্য বিষয়গুলোতে লিখিত ও সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষা হলেও ক্যারিয়ার শিক্ষা এবং শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলায় বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন হবে।