আজারবাইজানের উড়োজাহাজটি কেন কাজাখস্তানে গিয়ে বিধ্বস্ত হলো?

ডেইলি স্টার প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩

আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে রওয়া দেওয়া একটি যাত্রীবাহী উড়োজাহাজটি বুধবার কাজাখস্তানে ভূপাতিত হয়। কাস্পিয়ান সাগরের উপকূলে হওয়া এ দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।


ফ্লাইট পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি বাকু থেকে রওনা দিয়ে তার নির্ধারিত পথেই চলছিল। কিন্তু মাঝপথ পার হওয়ার পর এর জিপিএস বন্ধ হয়ে যায় এবং প্রায় দুই ঘণ্টা পর কাস্পিয়ান সাগরের অপর পাশে আবার দেখা মেলে উড়োজাহাজটির।


উড়োজাহাজটির যাত্রাপথের দিকে তাকালে প্রথমেই যে প্রশ্নটি মাথায় আসে তা হচ্ছে, কেন এতদূরে গিয়ে, কাস্পিয়ানের অপর প্রান্তে বিধ্বস্ত হলো উড়োজাহাজটি?


ফ্লাইটরাডার২৪-এর মতে, যাত্রীবাহী ফ্লাইটের বাকু থেকে গ্রোজনি পৌঁছাতে গড়ে এক ঘণ্টা নয় মিনিট সময় লাগে। বিধ্বস্ত উড়োজাহাজটির বাকু থেকে রওনা দিয়ে কাজাখস্তানের আকতাওয়ে পৌঁছাতে সময় লেগেছে দুই ঘণ্টা ৩৯ মিনিট।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও