বাল্যকালে শ্রদ্ধার প্রেম প্রস্তাব ফিরিয়ে অনুতপ্ত বরুণ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৫

বলিউডের সফল তারকা বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। পর্দায় একসঙ্গে জুটিও বেঁধেছেন। তবে শৈশবেও তাদের সম্পর্কে ছিল অন্য সমীকরণ। একে অপরের ভালো বন্ধু তারা। মাত্র আট বছর বয়সেই নাকি বরুণকে ভালো লেগে যায় শ্রদ্ধার। সেই মনের কথা প্রকাশও করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেই প্রেম প্রস্তাব ফিরিয়ে দেন বরুণ। 


সম্প্রতি এক সাক্ষাৎকারে বাল্যজীবনের স্মৃতিচারণে এ কথা জানান অভিনেতা। বরুণের কথায় উঠে আসে শ্রদ্ধার দশ বছরের জন্মদিনের অনুষ্ঠানের ঘটনা। অভিনেতা বলেন, ‘শ্রদ্ধা আমাকে নিমন্ত্রণ করেছিল। ও একটা ফ্রক পরেছিল, মনে আছে। ওই জন্মদিনের অনুষ্ঠানেই চারটে ছেলে ছিল। তারা আবার শ্রদ্ধার প্রেমে পড়েছিল। জন্মদিনের অনুষ্ঠান। তাই আমরা সবাই ‘জাম্পিং ব্যাগ’-এ খেলছিলাম।‘


হঠাৎ ওই চার জন ছেলে আমাকে ঘিরে ধরে। ওরা আমাকে জিজ্ঞেস করেছিল, ‘শ্রদ্ধাকে তোমার কেন পছন্দ হল না?’” 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত