ভুল চিকিৎসায় ‘শেষ’ দেখছিলেন প্রিয়াঙ্কা

যুগান্তর প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৪১

বলিউড ছাড়িয়ে এখন হলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন হিন্দি সিনেমার জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়গুণে এখন বিশ্বজোড়া খ্যাতি তার। অথচ একসময় ভুল অস্ত্রোপচারের জন্য ক্যারিয়ারের শেষ দেখছিলেন এই অভিনেত্রী।


সম্প্রতি ভারতীয় বিনোদন সাংবাদিক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার ক্যারিয়ারের কঠিন এক অধ্যায়ের কথা স্মরণ করেছেন নির্মাতা অনিল শর্মা।


সানি দেওলের ব্লকবাস্টার সিনেমা ‘গাদার ২’-এর এই নির্মাতা জানান, প্রিয়াঙ্কার একবার নাকের অস্ত্রোপচার হয়েছিল। প্রথমে প্রিয়াঙ্কার অস্ত্রোপচারের কথা শুনে এই নির্মাতা ভেবেছিলাম যে নায়িকা হয়ত জুলিয়া রবার্টসের মত হতে চান, তাই তিনি অস্ত্রোপচারের টেবিলে গিয়েছিলেন।


তবে পরে জানতে পারেন ভিন্ন তথ্য। এই নির্মাতার ভাষায়, ‘আমি প্রিয়াঙ্কাকে এটি (নাকের অস্ত্রোপচার) নিয়ে বকাবকিও করেছিলাম। কিন্তু পরে জানতে পারি যে শুধু নাক নয়, তার শারীরিক কিছু সমস্যা ছিল। কিন্তু অস্ত্রোপচারও ভালো হয়নি।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও