ফেইস আইডি’সহ ডোরবেল ক্যামেরা নিয়ে কাজ করছে অ্যাপল
নতুন এক স্মার্ট ডোরবেল ক্যামেরা নিয়ে কাজ করছে অ্যাপল, যেটি ব্যবহারকারীর বাসার দরজা খুলতে তার ফেইস আইডি বা চেহারার ব্যবহার করবে।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে , ২০২৫ সালের শেষ নাগাদ বাজারে আসতে পারে এই ডোরবেল ক্যামেরাটি।
বাসার দরজার জন্য এই লকটি ব্যবহারকারীর আইফোনের স্ক্রিন লকের মতোই কাজ করবে। ব্যবহারকারী বা বাসার অন্য কেউ যখন এই ক্যামেরার দিকে তাকাবেন তখন স্বয়ংক্রিয়ভাবে দরজাটি খুলে যাবে।
অন্যান্য অ্যাপল ডিভাইসে বায়োমেট্রিক লগইন তথ্যের মতো এ ক্যামেরাটিতে কোম্পানির ‘সিকিওর এনক্লেভ চিপ’ থাকবে, যা সিস্টেমের বাকি হার্ডওয়্যার থেকে আলাদাভাবে ফেইস আইডি তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়া করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।
ক্যামেরাটিতে অ্যাপলের তৈরি নিজস্ব ইন-হাউস ‘প্রক্সিমা’র সঙ্গে সমন্বয় করে ওয়াই-ফাই বা ব্লুটুথ চিপ ব্যবহার করবে মার্কিন এই টেক জায়ান্ট।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্ট ডোরবেল
- অ্যাপল