নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
নতুন বছরের শুরুতেই অর্থাৎ আগামী মাস থেকেই হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে কিছু ফোনে। এই খবরটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে যারা পুরানো ভার্সনের আইফোন ব্যবহার করছেন।
বলা হচ্ছে, আগামী মাস থেকেই iPhone 5s, iPhone 6 এবং iPhone 6 Plus-এর মতো পুরনো মডেলগুলোতে হোয়াটসঅ্যাপ পরিষেবা আর পাওয়া যাবে না। আপনি যদি এই মডেলগুলোতে হোয়াটসঅ্যাপ চালান, তবে আপনাকে সেগুলো আপগ্রেড করতে হবে।
হোয়াটসঅ্যাপ বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। আগামী ১ জানুয়ারি থেকে অনেকগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করা বন্ধ করতে চলেছে এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ।
নতুন বছরের প্রথম দিন থেকেই মেটার এই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ২০টিরও বেশি স্মার্টফোনে আর চলবে না। তালিকায় রয়েছে স্যামসাং, মটোরোলা, এইচটিসি, এলজি এবং সনির একাধিক সংস্থার স্মার্টফোন।