হোয়াটসঅ্যাপ চ্যানেলসে নতুন সুবিধা

প্রথম আলো প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩০

হোয়াটসঅ্যাপের ‘চ্যানেলস’ সুবিধার মাধ্যমে সহজে একাধিক ব্যক্তির কাছে হালনাগাদ তথ্য জানানোর পাশাপাশি জরিপও চালানো যায়। ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব চ্যানেলের সদস্যদের একসঙ্গে হালনাগাদ তথ্য জানানো ছাড়াও বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত নিতে পারে। এবার চাইলে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস নিজেদের চ্যানেলে সরাসরি পোস্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।


সহজে বিভিন্ন প্রতিষ্ঠান বা জনপ্রিয় ব্যক্তিদের হালনাগাদ তথ্য জানার সুযোগ থাকায় চালুর পরপরই ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে চ্যানেলস। নতুন এ সুবিধা চালুর ফলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের পাশাপাশি চ্যানেল অনুসরণকারীরাও স্ট্যাটাস দেখতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের বিভিন্ন স্ট্যাটাস বর্তমানের তুলনায় বেশিসংখ্যক ব্যক্তিকে দেখানোর সুযোগ পাবেন। প্রাথমিকভাবে এ সুবিধা আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে ব্যবহার করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও