জয়ার সিনেমা যাচ্ছে রটারড্যাম উৎসবে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৯

সুখবর দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। এই অভিনেত্রীর সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ার হবে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।


ফেইসবুকে সিনেমার কিছু ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন জয়া।


মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস থেকে এই সিনেমা বানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সুমন মুখোপাধ্যায়।


নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে আগামী ৩০ জানুয়ারি বসবে এই চলচ্চিত্র উৎসব, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।


তবে ওই আসরে জয়া-আবির চট্টোপাধ্যায়ের সিনেমাটির প্রিমিয়ার কবে হবে সে বিষয়ে এখনো কোনো দিন তারিখ ঘোষণা করা হয়নি।


জয়া এই সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন। আর শশী ডাক্তার হয়েছেন কলকাতার অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এছাড়া অন্যান্য চরিত্রে কাজ করেছেন কলকাতার ধৃতিমান চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও