এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের বদলি নীতিমালা কবে?
এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের বদলির সুযোগ দিয়ে নীতিমালা জারি হলেও এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির নীতিমালা করতে ‘কিছুটা সময় লাগবে’ বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম।
বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘ভিন্ন ভিন্ন ট্রেড ও স্পেশালাইজেশন চালু থাকায়’ কারিগরি শিক্ষকদের বদলির প্রক্রিয়া ‘জটিল’ হবে বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার বিকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
এর ঠিক আগের কর্মদিবসে গত বৃহস্পতিবার স্কুল-কলেজে এনটিআরসিএ সুপারিশ পাওয়া শিক্ষকদের বদলির নীতিমালা জারি করা হয়।
দুই নীতিমালাতেই বলা হয়েছে, অক্টোবরে শিক্ষকদের বদলির আবেদন শুরু হবে। শিক্ষকরা কর্মজীবনে দুইবার ও শিক্ষিকারা কর্মজীবনে তিনবার বদলির সুযোগ পাবেন।