হালকা রঙের পোশাক থেকে ঘামের দাগ তুলবেন যেভাবে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ২১:১২
পোশাক ভালো করে ধোয়ার পর ময়লা পরিষ্কার হয়ে গেলেও ঘামের হলদেটে দাগ যেন যেতেই চাইছে না। বিশেষ করে বাহুমূলের অংশটি বেশ দৃষ্টিকটু লাগছে। এই দাগের জন্য কি তবে পোশাকটিই বাতিল করতে হবে? মোটেই নয়। কয়েকটি সহজ টিপস মেনে হালকা রঙের পোশাক থেকে ঘামের দাগ দূর করতে পারেন।
- সমপরিমাণ লেবুর রস ও পানি এক সঙ্গে মিশিয়ে দাগের উপর লাগান। কিছুক্ষণ রেখে একটু ঘষে ধুয়ে ফেলুন।
- ঘামের দাগ দূর করার জন্য ভিনেগারের ব্যবহার করুন। সাদা ভিনেগার এবং কুসুম গরম পানি ১:২ অনুপাতে মিশিয়ে দাগের উপর স্প্রে করুন এবং ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি এটি কাজ না করে তবে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করুন।
- লবণের সাহায্যেও দূর করতে পারেন পোশাকে লাগা ঘামের দাগ। গরম পানিতে কিছুটা লবণ মিশিয়ে নিয়ে সেই পানি দাগের উপর লাগিয়ে দিন। মিনিট পাঁচেক রেখে তার পরে ধুয়ে ফেলুন।
- ঘামের দাগ বোঝার সঙ্গে সঙ্গে লেবু ঘষে নিন দাগের উপর। ১০ মিনিট রেখে কুসুম গরম পানিতে হ্যান্ডওয়াশ মিশিয়ে ধুয়ে ফেলুন।
- সমপরিমাণ হাইড্রোজেন পারক্সাইড ও পানি একসঙ্গে মিশিয়ে দাগ লাগা অংশটি আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। কড়া এবং পুরনো দাগ হলে আধা ঘণ্টার মধ্যেই কাজ হবে। এরপরে লবণ-পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে রঙিন পোশাকে হাইড্রোজেন পারক্সাইড দেবেন না। এতে রঙ নষ্ট হয়ে যাবে।