চিত্রকর রাজা রবি বর্মার শিল্পকর্মের প্রেরণায় জয়ার ছবি, তারপর…

কালের কণ্ঠ প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:০৯

আজ দুপুরে হঠাত করেই ফেসবুক পেজে নতুন ছবি প্রকাশ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। খানিকটা খোলামেলা ধাঁচের এই ছবি জয়ার ভক্তরা যেন লুফে নিয়েছেন। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, পুরোনো চিত্রকর্ম এই সময়ের ধাঁচে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে যার চিত্রকর্ম থেকে অনুপ্রেরণা পেয়েছেন তিনি বিখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মা।

ভারতীয় ইতিহাসের নানাক্ষেত্রে বিচরণের জন্য এই চিত্রকরকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী বলা হয়। ভারতীয় ইতিহাস ধরে রেখে তিনি ইউরোপীয় ধাঁচে চিত্র এঁকে ভারতীয় চিত্রশিল্প জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। জয়ার ছবিতেও আছে সেই ধাঁচ।


এদিকে সময়টা দারুণ যাচ্ছে জয়া আহসানের। দিন দুই আগেই জানা গেছে, তাঁর অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি জায়গার করে নিয়েছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।


মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও