বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার কথা ছিল, ‘ছিনতাইকারীর’ হাতে গেল প্রাণ

প্রথম আলো প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ২২:১৯

রাজধানীর সায়েদাবাদ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. কামরুল হাসান (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত কামরুলের বাবা ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে যাওয়ার কথা ছিল তাঁর ছেলের। রাতে রায়েরবাগের বাসা থেকে সায়েদাবাদ বাস টার্মিনালে যাওয়ার জন্য বের হন। সায়েদাবাদ ব্রিজের ঢাল দিয়ে বাস কাউন্টারে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে মুঠোফোন ও সাত হাজার টাকা নিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, অজ্ঞাতনামা ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে কামরুল খুন হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও