‘ডাবল ইঞ্জিন’ যুক্ত হলে পঁচিশেই নির্বাচন সম্ভব: গণতন্ত্র মঞ্চ
বিভিন্ন খাতের চলমান সংস্কার কর্মসূচির গতি বাড়ানো গেলে ২০২৫ সালের মধ্যেই দেশে সংসদ নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করে গণতন্ত্র মঞ্চ।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মঞ্চের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “গুরুত্বপূর্ণ ও সমস্যাসঙ্কুল কাজ হল ভোটার তালিকা হালনাগাদ করা। মার্চ মাসে না নিয়ে এই কাজ কমিশন এখন শুরু করে দিলে সর্বোচ্চ হয়ত ছয় মাসের মধ্যে হালনাগাদ করা সম্ভব।
“আমরা মনে করি, সরকারের দক্ষতা যদি থাকে, সরকারের কাজের ক্ষেত্রে যদি গতি আনা যায়, যদি ডাবল ইঞ্জিনের গতি যুক্ত করা যায়, তাহলে প্রয়োজনীয় পরিবর্তন, রূপান্তর বা সংস্কার সম্পন্ন করে আগামী বছররের মধ্যে নির্বাচন করা সম্ভব।”
গত সোমবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের সময়সূচি নিয়ে ধারণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি, আবার বলছি ‘যদি’, অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়ত সম্ভব হবে।”