
‘একইসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন সম্ভব, এর মাধ্যমে নতুন করে গণতন্ত্রে উত্তরণ করব’
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একইসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন করা সম্ভব, এর মাধ্যমে বাংলাদেশ নতুন করে গণতন্ত্রে উত্তরণ কররে পারবে।
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, 'আমাদের নানা বিষয়ে নীতিগত বিরোধ হতে পারে, নানা বিষয়ে মতপার্থক্য হতে পারে। কিন্তু গণতান্ত্রিক সম্পর্ক এবং সংগ্রামের মিথস্ক্রিয়ায় এবং জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণরূপে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয়।'
তিনি বলেন, 'আমরা যেন ভুলে না যাই দেশের বিপদ এখনো কাটেনি। বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের শক্তির মধ্যে অনৈক্য, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, মাফিয়া ব্যবসায়িক শ্রেণী ও ষড়যন্ত্রকারীরা নানা বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে।'
'আমাদের মধ্যে নীতিগত বিরোধ হবে, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের জায়গা আছে,' যোগ করেন তিনি।