
উপদেষ্টা মাহফুজের বার্তায় ‘যুদ্ধ আর প্রতিরোধের’ কথা
দেশে এখন ‘যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে’ মন্তব্য করে ‘ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার’ আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
সোমবার গভীর রাতে এক ফেইসবুক পোস্টে তিনি বলেছেন, “সরকার যুদ্ধ লড়ছে গণ-অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি- বিদেশী জোটের বিরুদ্ধে। কিন্তু স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে। সফলও হচ্ছে।”
এ অবস্থায় জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর উদ্দেশে এই তরুণ নেতার বার্তা: “সেনাবাহিনী, রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই আমাদের জন্য আখেরে ভালো হবে।”
মাহফুজের দাবি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, জুলাইয়ের শহীদ ও আহতদের জন্য ইতিবাচক উদ্যোগগ্রহণ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সরকার ‘সক্রিয় ও সফল’।
কিন্তু কিছু বিষয় যে সরকারকে অস্বস্তিতেও ফেলছে, সে কথাও এসেছে তার বার্তায়।
তিনি বলেছেন, “সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণি ও মিডিয়ার মধ্যকার গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর বিরোধ, স্বার্থান্বেষা ও মতান্ধতা, অন্যদিকে গণ- অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায়দায় ফেলছে।”