সাগরে লঘুচাপের কারণে বৃষ্টির আভাস, বাড়বে শীত

কালের কণ্ঠ প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:৪১

চলছে পৌষ মাস। কমবেশি শীত অনুভূত হচ্ছে সারা দেশেই। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক অঞ্চলেই দেখা মিলছে কুয়াশার। এমন পরিস্থিতিতেই দেশের সাত বিভাগের জন্য বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।


অধিদপ্তর বলছে, আগামী শুক্রবার থেকে দুই-তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা কমে শীতের অনুভূতিও বাড়তে পারে। 


আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। মূলত এর প্রভাবেই রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আগামীকাল সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত মাঝারি (ঘণ্টায় ১১ থেকে ২২ মিলিমিটার) থেকে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।


এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ২০ ডিসেম্বর (শুক্রবার) দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি মূলত বেশি হতে পারে ২১ ডিসেম্বর (শনিবার)। ২২ ডিসেম্বরও বৃষ্টি হতে পারে। এরপরও আকাশ মেঘলা থাকতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও