হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫

সাভারের সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থবোধ করায় বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সিএমএইচে ঘণ্টাদুয়েক থাকার পর দুপুরে ২টায় মির্জা ফখরুল তার গুলশানের বাসায় ফিরেছেন।


তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, মহাসচিব সুস্থ আছেন, ভালো আছেন। এখন তিনি বিশ্রামে আছেন।


“সাভার সিএমএইচে উনার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলো ফলাফল ভালো। সিএমএইচের চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।”


সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে সেখানেই বসে পড়েন ফখরুল। পরে এক পর্যায়ে মাটিতে শুয়েও পড়েন তিনি।


জাহিদ বলেন, “এত ভিড় ছিল যা না দেখলে বুঝানো সম্ভব না। ওই ভিড়ের মধ্যে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে মহাসচিব সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের জন্য যখন যাচ্ছিলেন তখন এই ভিড়ে চাপে মহাসচিব অসুস্থ হয়ে পড়েন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও