অন্তর্বর্তী সরকারের গ্রাউন্ড জিরো

bonikbarta.com ড. জাহিদ হোসেন প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:২৯

শ্বেতপত্রে আমরা জানাতে চেয়েছি অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে কেমন অর্থনীতি পেয়েছে এবং যে অবস্থায় পেয়েছে তার কাহিনী কী। এ বিস্তৃত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বিভিন্ন পেশাগত গোষ্ঠীর মতামত এবং ভিন্ন উৎস থেকে ডাটা বিবেচনা করে একটি সারগ্রাহী পদ্ধতি অনুসরণ করেছি। ড. দেবপ্রিয় ভট্টাচার্যের দক্ষ নেতৃত্বে কমিটি নির্বিঘ্নে নির্মোহ কাজ করেছে। সরকারের কোনো অংশ বা স্তরের হস্তক্ষেপ ছিল না। আমরা যা অনুভব করেছি, যুক্তিযুক্ত এবং যথাসম্ভব প্রমাণিত তা বলতে পেরেছি। ব্যক্তিগতভাবে এটি ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উপভোগ্য কাজ।


সংক্ষেপে অন্তর্বর্তী সরকার লণ্ডভণ্ড অর্থনীতি পেয়েছে। বিকৃত তথ্য, মধ্য আয়ের ফাঁদ, বৈষম্যের আধিক্য, সামষ্টিক অর্থনীতির ভারসাম্যহীনতা, ব্যবস্থাপনার অযোগ্যতা ও প্রতিষ্ঠানগুলোর দৈন্য। কীভাবে এ হযবরলর বিবর্তন ঘটল তা বুঝতে বড় অন্তরায় তথ্যের বিশ্বাসহীনতা, যা কিনা পরিসংখ্যানকে রাজনৈতিক প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহারের কারণে ঘটেছে। প্রবৃদ্ধি, রফতানি, রিজার্ভ, রেভিনিউ, প্রকল্প খরচ, খেলাপি ঋণ, বেকারত্ব, দরিদ্রতা এবং বিভিন্ন সামাজিক সূচক সুবিধামতো মালিশ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও