ট্রাম্পের শপথ : শান্তি কত দূরে

যুগান্তর ড. ইমতিয়াজ আহমেদ প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ১১:১৯

সদ্যই মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতাগ্রহণের ফলে বিশ্বে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, সেদিকে তাকিয়ে বিশ্ববাসী। আমরাও তাকিয়ে আছি। বিশেষত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফেরার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের তাগিদ থাকবে কিনা, সে প্রশ্নও অনেকের। জুলাই বিপ্লবের পর আমরা দেখেছি, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়ে স্পষ্ট ধারণা চাচ্ছিল। সেই কারণে আমার মনে হয় রিপাবলিকান পার্টি বা ডোনাল্ড ট্রাম্পের পার্টির একটা তাগিদ থাকবে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে। এছাড়া ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করবেন। এ কারণে হয়তো আমরা যে উৎসাহটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ব্যাপারে, সেটায় ভাটা পড়বে বা অতটা উৎসাহ থাকবে না। তার (ডোনাল্ড ট্রাম্প) প্রশাসন হয়তো চাইবে ভারত ও রাশিয়ার মতো বড় দেশগুলোর বিষয়ে ব্যস্ত থাকতে। সেই জায়গায় হয়তো বাংলাদেশ যে মনোযোগটা চেয়েছিল, সেটা নাও পেতে পারে। তাই আমাদের ওপর কী প্রভাব পড়বে, সেটা এখনই বলা মুশকিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও