You have reached your daily news limit

Please log in to continue


সিটি করপোরেশনে সেবা : নাগরিক ভোগান্তির দ্রুত অবসান হোক

অন্তর্বর্তী সরকার অন্যান্য কমিশনের পাশাপাশি স্থানীয় সরকার সংস্কারেও একটি কমিশন গঠন করেছে এবং তারা পুরোদমে কাজও শুরু করেছে। এই সিদ্ধান্ত স্থানীয় সরকার সংস্থাকে শক্তিশালী করতে সরকারের আগ্রহেরই বহিঃপ্রকাশ বলে মনে করি। বাস্তবতা হলো ব্যতিক্রম বাদে দেশের স্থানীয় সরকার সংস্থাগুলো প্রায় অকেজো। ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের পর ইউনিয়ন পরিষদ ছাড়া সব স্থানীয় সরকার সংস্থা তথা উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি করপোরেশন ভেঙে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ছাড়া বাকি সব সিটি করপোরেশন চলছে প্রশাসক দ্বারা। জনপ্রতিনিধি ছাড়া সিটি করপোরেশন চালালে নাগরিকদের কী ধরনের ভোগান্তিতে পড়তে হয়, তা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রথম আলোয়। বুধবার প্রথম আলোর দুই প্রতিবেদক উত্তর সিটির ছয়টি ওয়ার্ড ও দক্ষিণ সিটির দুটি কার্যালয়ে সরেজমিনে গিয়ে দেখতে পান, সেবাপ্রার্থীরা হয় সনদ পেতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছেন, অথবা না পেয়ে ফিরে যাচ্ছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন