বেপরোয়া দুর্বৃত্তরা : ৩ মাসে চার শর বেশি ডাকাতি-দস্যুতা
কালের কণ্ঠ
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:০৫
হামলা চালিয়ে মালপত্র লুটের পাশাপাশি সড়কে বেপরোয়া হয়ে উঠেছে দুর্বৃত্তরা। চলতি বছরের গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে সারা দেশে চার শর বেশি ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশ কজন নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক মানুষ।
আবার পরিকল্পিতভাবে হামলার অভিযোগও পাওয়া যাচ্ছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বেশির ভাগ সড়কে সংঘটিত হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
পুলিশ সূত্র জানায়, বর্তমানে সারা দেশে অপরাধের প্রবণতা বাড়ছে।
শুধু রাজধানীতে ডাকাতি ও দস্যুতায় জড়িত পাঁচ শতাধিক দুর্বৃত্ত। এদের বেশির ভাগ ভাসমান। তারা অপরাধ সংঘটিত করে রাজধানীর আশপাশের এলাকায় পালিয়ে যায়। বিভিন্ন সড়কের পাশে থাকা বস্তিতে আত্মগোপন করে।