ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্কের ভিত্তি কী হবে

প্রথম আলো ড. সেলিম রায়হান প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫১

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক একটি বিশেষ গুরুত্ববাহী ও বহুমুখী বিষয়, যা দুই দেশের ইতিহাস, ভূগোল ও সংস্কৃতির গভীর যোগসূত্রে প্রোথিত। ঐতিহাসিকভাবে এ সম্পর্ক বহু চড়াই-উতরাই পেরিয়ে এসেছে। বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সমর্থনের বহু দৃষ্টান্ত থাকলেও সন্দেহ ও অবিশ্বাসের ঘটনাগুলো বারবার এ সম্পর্ককে নাড়া দিয়েছে এবং এগিয়ে যাওয়ার পথকে জটিল করে তুলেছে।


সাম্প্রতিক সময়ে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন এবং এর সঙ্গে সম্পর্কিত আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া এ সন্দেহ ও অবিশ্বাসকে নতুন মাত্রায় নিয়ে গেছে। রাজনৈতিক, কূটনৈতিক ও গণমাধ্যমের বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন বার্তা ও দৃষ্টিভঙ্গি দুই দেশের সম্পর্কের ভারসাম্যকে প্রভাবিত করছে। এর ফলে ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে একটি টেকসই ও আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার পথে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও