শীতে চোখের রোগবালাই
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫
চোখ শুকিয়ে যাওয়া
শীতকালে চোখে সবচেয়ে বেশি যে সমস্যা দেখা দেয় তা হলো শুষ্ক চোখ বা ড্রাই আই। ঘরের বাইরে ঠাণ্ডা বাতাস এবং ঘরে রুম হিটারের গরম বাতাস চোখে লেগে দ্রুত টিয়ার লেয়ারের পানি শুকিয়ে যায়। ফলে চোখ জ্বালা করে, লাল হয়ে থাকে এবং অস্বস্তি বোধ হয়। সারা বছর যাদের চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা আছে, শীতকালে তাদের সমস্যাটি বাড়তে পারে।