চতুর্থ শিল্প বিপ্লবের যোগ্য কর্মশক্তি তৈরি হচ্ছে?

বণিক বার্তা এম এম শহিদুল হাসান প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬

পাঁচই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন আশার সঞ্চার হয়েছে। এটাই সেই আশা যা আমরা ১৯৭১ সালের রক্তাক্ত মুক্তিযুদ্ধের পর লালন করেছিলাম, যখন আমরা, ছাত্ররা, উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতাম। কিন্তু অতীত আমাদের একটি বেদনাদায়ক গল্প বলে: রাজনৈতিক দলগুলো বারবার সেই প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে।


গত ৫৩ বছরে বাংলাদেশের অনেক সিদ্ধান্ত লক্ষ্যচ্যুত হয়েছে, যা চলমান রাজনৈতিক অস্থিরতা ও অস্থিতিশীলতায় অবদান রেখেছে। এসব ভুল পদক্ষেপ অব্যাহত থাকলে দেশ আরো অনিশ্চয়তা ও অন্ধকারের দিকে ধাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। আমাদের অনুধাবন করতে হবে, বর্তমান বিশ্ব আগের বিশ্ব থেকে সম্পূর্ণ ভিন্ন। এখন টেকনোলজি শুধু শিল্প, বাণিজ্য আর সেবাক্ষেত্রে নয়, আমাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলেছে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও