যে উপায়ে শীতে চুল পড়া বন্ধ হবে, থাকবে না খুশকিও
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪
শীতকালে চুল ও ত্বকের বিশেষভাবে যত্ন নেওয়া প্রয়োজন। এই সময়ে ধুলাবালি, দূষণের প্রভাব থাকে তুলনামূলক বেশি। এছাড়াও বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করে। তাই স্ক্যাল্প, চুল ও ত্বকে তার প্রভাব পড়তেই থাকে।
স্ক্যাল্প ও চুল তার প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে। শীতে চুল পড়াও বাড়ে।
রুক্ষ স্ক্যাল্পে চুলের গোড়া অনেক দুর্বল হয়ে যায়। তাই এই সময়ে চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।