অভ্যুত্থানের ৩ মাস পেরোতেই ঐক্যে ফাটল
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩
জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দলমত নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন শিক্ষার্থীরা। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকলেও একমঞ্চ থেকেই আন্দোলন করে গেছেন তারা। তবে অভ্যুত্থানের তিন মাস পেরোতেই ফাটল ধরেছে সেই ঐক্যে।
গত আগস্ট মাসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গঠনের সিদ্ধান্ত হলেও আজও সেটি আলোর মুখ দেখেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর দূরত্ব বাড়ছে। শুধু তাই নয়, নিজেদের মধ্যেও সৃষ্টি হয়েছে বিভেদ, উঠেছে বৈষম্যের অভিযোগ। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে-বাইরে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।