সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা

কালের কণ্ঠ প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০

সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। তবে বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ্ব নাগরিকরাও ১০ বছর নিরবচ্ছিন্ন চাঁদা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন।


প্রবাস থেকে বৈদেশিক মুদ্রায় প্রেরিত চাঁদার ওপর ২.৫ শতাংশ প্রণোদনা পাওয়া যাবে, যা চাঁদা হিসেবেই জমা হবে।


ব্যাংকে সরাসরি গিয়ে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং এবং ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে চাঁদার টাকা জমা দেওয়া যাবে।


প্রবাসী স্কিমে অংশগ্রহণকারীরা বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রায় মাসিক চাঁদার টাকা জমা দিতে পারবেন।


চাঁদার টাকা ট্রেজারি বন্ডসহ নিরাপদ কার্যক্রমে বিনিয়োগ করা হবে এবং প্রদত্ত চাঁদার ওপর কর রেয়াত পাওয়া যাবে।


আবেদনের সময় চাঁদাদাতার ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়করমুক্ত থাকবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও