You have reached your daily news limit

Please log in to continue


কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত একাধিক বহুজাতিক কোম্পানি গত অর্থবছরের মুনাফার তুলনায় বেশি পরিমাণ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রশ্ন উঠছে, এই প্রতিষ্ঠানগুলো কি বাংলাদেশে তাদের পুনর্বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে? পুঁজিবাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সরাসরি একটি ‘বিনিয়োগ প্রত্যাহার’-এর কৌশল, যা দেশের অর্থনীতি ও পুঁজিবাজারে দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ডিএসইর সর্বশেষ তথ্য বলছে, তালিকাভুক্ত ১৩টি বহুজাতিক কোম্পানির মধ্যে ৯টিই নিট মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে। সামগ্রিকভাবে তাদের নিট মুনাফা ছিল ৮ হাজার ১৬৭ কোটি টাকা, কিন্তু লভ্যাংশ ঘোষণা করেছে ৯ হাজার ৭৯৪ কোটি টাকা। অর্থাৎ ১ হাজার ৬২৬ কোটি টাকা বেশি।

বিশ্লেষকেরা বলছেন, মুনাফার এই অতিরিক্ত অংশ নগদ আকারে মূল কোম্পানির দেশে পাঠানো হচ্ছে, যা বাংলাদেশে তাদের বিনিয়োগ কমিয়ে দেওয়ার লক্ষণ। বিশেষ করে ডলার-সংকটের প্রেক্ষাপটে বিগত বছরগুলোতে যেসব লভ্যাংশ বিদেশে স্থানান্তর করা সম্ভব হয়নি, এখন তা একবারে তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন