যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে ভারতের ১০ সুবিধা

প্রথম আলো প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ২১:০৩

দীর্ঘ তিন বছর আলোচনার পর ভারত ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সই হয়েছে। গতকাল বৃহস্পতিবার লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ব্রিটিশ পাউন্ডের এই এফটিএ সই করেন।


ব্রিটিশ প্রধানমন্ত্রী চুক্তিটিকে ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি’ বলে অভিহিত করেছেন। এর ফলে যুক্তরাজ্যে ২ হাজার ২০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি। আর ভারতের প্রধানমন্ত্রী এটাকে ‘উভয় দেশের সমৃদ্ধির নকশা’ হিসেবে উল্লেখ করেন।


এই এফটিএর ফলে যুক্তরাজ্যের তৈরি গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, কোমল পানীয় ও প্রসাধনী ভারতে রপ্তানি সহজ হবে। কারণ, গড় শুল্কহার কমে ১৫ শতাংশ থেকে ৩ শতাংশ হবে। তার বিপরীতে যুক্তরাজ্যের বাজারে ৯৯ শতাংশ রপ্তানি পণ্যে  শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে ভারত। শুধু তা–ই নয়, বিভিন্ন শ্রেণি–পেশার ভারতীয়দের জন্য যুক্তরাজ্যে কাজের সুযোগ সহজ হবে। অর্থাৎ ভারতীয়দের কর্মসংস্থান বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও