কপ২৯ থেকে কী পেল বিশ্ব
গত ২৪ নভেম্বর ২০২৪ আজারবাইজানের রাজধানী বাকুতে কপ২৯-এর (কনফারেন্স অব দ্য পার্টিজের ২৯তম সম্মেলন) বিশাল অনুষ্ঠান শেষ হলো। এই সম্মেলনে ১৯৬টি দেশ এবং প্রায় ৬৫ হাজার ডেলিগেট অংশগ্রহণ করে। অনলাইনে যুক্ত হন প্রায় চার হাজার ব্যক্তি। অংশগ্রহণকারীর সংখ্যার হিসাবে কপের ইতিহাসে এটি ছিল দ্বিতীয় বৃহত্তম সম্মেলন।
গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮-এর সম্মেলনে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ (প্রায় ৯৮ হাজার) অংশগ্রহণ করেছিল। সেটিই ছিল ২০২৪ পর্যন্ত কপের ইতিহাসে অংশগ্রহণকারীর সংখ্যার হিসাবে সব থেকে বড় সম্মেলন।
এ বছর সম্মেলনটি ১১ নভেম্বর শুরু হয়ে ২২ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল, কিন্তু জলবায়ু তহবিল নিয়ে সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় শেষ পর্যন্ত সম্মেলনটি ২৪ নভেম্বর ২০২৪ পর্যন্ত গড়ায়। সম্মেলনের এক পর্যায়ে উন্নয়নশীল ও দ্বীপদেশগুলোর প্রতিনিধিরা চরম হতাশা প্রকাশ করে সম্মেলন থেকে ওয়াক আউট করেন।