You have reached your daily news limit

Please log in to continue


‘বডি শেমিং’-এর শিকার হয়েছিলেন কেট উইন্সলেট!

হলিউডের শীর্ষ অভিনেত্রী কেট উইন্সলেট। টাইটানিকের ‘রোজ’খ্যাত এই অভিনেত্রী ক্যারিয়ারে রয়েছে অসংখ্য হিট সিনেমা। নব্বইয়ের দশকে সিনেমায় অভিষেকের পর সাফল্য পেয়েছেন দ্রুতই। ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন কেট।

সাতবার অস্করে মনোনীত হয়ে তিনি ২০০৮ সালে ‘দ্য রিডার’-এর জন্য সেরা অভিনেত্রীর অস্কার ঘরে তোলেন। কিন্তু অভিনয় জীবনে চলার পথটা মোটেও সহজ ছিল না তার। একটা সময় ইন্ডাস্ট্রি থেকে নানা রকম বিদ্রুপেরও শিকার হয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অতীতের সেসব তিক্ত মুহূর্ত স্মরণ করলেন কেট।

সম্প্রতি ‘সিক্সটি মিনিটস’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে কেট জানান, একটা সময় শারীরিক গড়ন এবং ওজনের কারণে তাকে বিদ্রুপ করা হয়েছিল। তিনি গণমাধ্যমের সামনে এ নিয়ে প্রতিবাদও করেছেন। টাইটানিকের পর নানা পুরস্কার পাচ্ছিলেন কেট। সে সময় তার ওজন ও পোশাক নিয়ে গণমাধ্যম থেকে কিছু বিরূপ মন্তব্য আসে।

সময়টা স্মরণ করে তিনি বলেন, ‘পুরো বিষয়টা ভয়ংকর ছিল আমার জন্য। আমি তখন তরুণ। ইন্ডাস্ট্রিতেও নতুন। এমন একজনের সঙ্গে তারা এ আচরণ কিভাবে করতে পারে? বিষয়টা আমি এখনো বুঝতে পারি না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন