ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানাতে হবে: বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর সহিসংতার বিষয়ে এক প্রশ্নে ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের বিষয়টি মনে করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, “প্রতিটি সরকার, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে আমরা এ বিষয়ে একই অবস্থানে আছি; আমাদের অবস্থান স্পষ্ট- মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান জানাতে হবে; ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান জানাতে হবে।”
যে কোনো বিক্ষোভ দমনের ক্ষেত্রে আইনের শাসন ও মানবাধিকার বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “যে কোনো বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হওয়া প্রয়োজন।
“যে কোনো ধরনের বিক্ষোভ দমনের ক্ষেত্রে সরকারকে আইনের শাসনের প্রতি সম্মান দেখাতে হবে, সে কাজে তাদের মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান জানাতে হবে এবং আমরা এ বিষয়ে জোর দিয়ে যাব।”
বাংলাদেশে হিন্দুদের উপর সহিংসতার বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে দুই এমপির উদ্বেগ জানানোর প্রসঙ্গ টেনে এক সাংবাদিকের প্রশ্নে এমন জবাব আসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের। এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো কূটনৈতিক ও নীতিগত পদক্ষেপ নেবে কি না, তা জানতে চেয়েছিলেন ওই সাংবাদিক।