ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জাতিসংঘের শান্তিসেনা পাঠানোর প্রস্তাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে বিদ্যমান পরিস্থিতি তুলে ধরে বলেছেন, বাংলাদেশি হিন্দুদের নিয়ে ভুল ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যমের একাংশ। বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন এমন বক্তব্য দিলেন, তা বোধগম্য নয় বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি বাংলাদেশবিরোধী বৈশ্বিক প্রচারণা চলছে বলেও অভিযোগ করেন। বিদ্যমান পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক কার্যকলাপ চালানো হলে তা বরদাশত করা হবে না বলে তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টার এ ব্রিফিং সময়োপযোগী।