‘ফিনজালে’র দাপটে কাটা ঘুড়ির মতো রানওয়েতে পড়ল বিমান, তারপর...
eisamay.com
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ১১:০৫
আশঙ্কা মতোই, শনিবার সন্ধ্যায় পুদুচেরি এবং তামিলনাড়ুর উপকূলে স্থলভাগে আছড়ে পড়েছে সাইক্লোন ফিনজাল। তবে, স্থলভাগে আছড়ে পড়ার আগে থেকেই তামিলনাড়ুর উত্তরাঞ্চলীয় জেলা এবং পুদুচেরির বদ্বীপ অঞ্চলের জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছিল ঘূর্ণিঝড়ের খেলা। অত্যন্ত খারাপ আবহাওয়ার কারণে, রবিবার ভোর ৪টে পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল চেন্নাই বিমানবন্দর। তবে, তার আগে সেই চরম আবহাওয়া পরিস্থিতির মধ্যেই অবতরণ করার চেষ্টা করে বেশ কয়েকটি বিমান। কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে ঘটতেই পারত। তার ১০০ শতাংশ সম্ভাবনা ছিল। মোবাইল ক্যামেরায় বন্দি হয়েছে এই ধরনের একটি বিমানের অবতরণের চেষ্টা। গা শিরশিরে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।