You have reached your daily news limit

Please log in to continue


দুর্নীতির মামলায় খালাস পেলেন ড. খন্দকার মোশাররফ

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন এ রায়ের আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিন এ তথ্য জানিয়েছেন। 

এদিন খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত হন। এরপর তার উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। 

২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন