সংবিধান সংস্কার কতটা জরুরি?
সংবিধান নিয়ে আমাদের দেশের পড়ালেখা জানা লোকজনের মধ্যে সম্ভবত সবারই একটা না একটা মতামত আছে। রাজনীতি নিয়ে আলাপ আলোচনা করে এরকম মানুষদের মধ্যে খুব কম লোকই পাবেন যারা সংবিধানে অন্তত কোনো না কোনো একটা বিধান পাল্টাতে চান বা যোগ করতে চান বা বাদ দিতে চান।
মাঝে আমাদের মধ্যে আবার কয়েকজন পাবেন যারা পুরো সংবিধানটাই পাল্টে ফেলতে চান। এইরকম একজন ছিলেন আমাদের আহমদ ছফা। ছফার মৃত্যুর বেশকিছু বছর আগের ঘটনা। তখন তিনি আজিজ মার্কেটের দোতলায় একটা দোকান নিয়ে অফিসের মতো বানিয়েছিলেন।