ধোয়ার সময় এই ৬ নিয়ম মানলে ডেনিমের রঙ নষ্ট হবে না

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ১৭:৪৭

হুট করে বের হতে হবে বাইরে, জিন্স বা ডেনিমের উপর কুর্তি চাপিয়ে নিলেই হলো। বন্ধুদের আড্ডা থেকে শুরু করে কর্মক্ষেত্র- সবখানেই দারুণ আরামদায়ক ডেনিম। তবে বারবার ধুলে কিংবা সঠিক উপায়ে পরিষ্কার না করলে ডেনিমের রঙ ফ্যাকাশে হয়ে যেতে পারে। জেনে নিন কিছু টিপস।



  • জিন্স অতিরিক্ত ধুলে জিন্স বিবর্ণ হয়ে যায়। টিকিয়ে রাখতে হলে ডেনিম ঘন ঘন কাচবেন না।

  • কখনও গরম পানি দিয়ে পরিষ্কার করবেন না ডেনিম।

  • জিন্স বা ডেনিম সব সময়ে উল্টো করে কাচুন। এতে রঙ ফিকে হবে না।  

  • বালতির পানিতে মেশান কয়েক ফোঁটা ভিনেগার। ডেনিমের রঙ সহজে নষ্ট হবে না। 

  • ডেনিম পরিষ্কার করার সময় সবসময় মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করবেন। ব্লিচিং উপাদান আছে এমন ডিজারজেন্ট ব্যবহার করবেন না।

  • আছড়ে ধোবেন না জিন্স বা ধোয়ার পর নিংড়াবেন না। ধোয়া শেষে উল্টো করে মেলে দিন বারান্দায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও