প্রজন্মের জন্য আলোর পথ প্রয়োজন
আমার এক প্রতিবেশী চাকরি সূত্রে চট্টগ্রামে থাকেন। অনেক বছর পর আমার সঙ্গে দেখা করতে এলেন। এক পর্যায়ে তাকে খুব বিষণ্ন মনে হলো। প্রশ্ন করে উত্তর পেলাম।
তার দুই ছেলে। একজন আইএসসি সেকেন্ড ইয়ারে পড়ে। অন্যজন সামনে এসএসসি দেবে। খুব টেনশনে থাকতে হচ্ছে তাকে।
গত জুলাই-আন্দোলনে দুই ছেলেই মাঠে সক্রিয় ছিল। ছোট ছেলের পায়ে গুলি লেগেছিল। তবে খুব বড় ক্ষতি হয়নি। এক পাশের চামড়া ছিঁড়ে গুলি বেরিয়ে গেছে।