নারী নির্যাতন প্রতিরোধে দেশে অনেক আইন আছে। নারীর সুরক্ষা দেওয়ার জন্য সরকারি–বেসরকারি অনেক সংস্থা কাজও করছে। কিন্তু বাস্তবতা হলো এত সব উদ্যোগ–আয়োজন সত্ত্বেও নারী নির্যাতন কমছে না। বরং সাম্প্রতিক পরিসংখ্যান বেড়ে যাওয়ার ইঙ্গিতই দিচ্ছে।
আমাদের সমাজে ঘরে–বাইরে কোথাও নারী নিরাপদ নন। তাঁরা ঘরে যেমন পুরুষ সদস্যদের দ্বারা নির্যাতনের শিকার হন, তেমনি বাইরেও। বিশেষ করে যানবাহন ও কর্মস্থলে নারীকে প্রায়ই নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। চলন্ত বাসে নারী ধর্ষণের ঘটনাও বেড়েছে।