মানুষ ভালো মানুষদের ক্ষমতায় দেখতে চায়: ডা. শফিকুর রহমান
মানুষ চাচ্ছে ক্ষমতা যেন ভালো লোকদের হাতেই আসে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের প্রতি মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি।
সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের থানার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
আওয়ামী লীগের স্বৈরশাসনের বিরুদ্ধে ২৪’র ছাত্র-জনতার ‘জুলাই বিপ্লব’ ইতিহাসের ইতিবাচক পরিবর্তন বলেও মন্তব্য করে তিনি। জামায়াত নেতা বলেন, এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে আল্লাহ উর্বর করে আমাদের হাতে তুলে দিয়েছেন। এই জমিনে আমরা কী চাষ করবো, কীভাবে চাষ করবো তা আমাদের ওপর নির্ভর করবে।
দলের নেতাদের শহীদ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, হাজার হাজার ষড়যন্ত্র আছে, থাকবে। দুনিয়া যতদিন আছে ষড়যন্ত্র ততদিন থাকবে। কোনো সময়ই এ ধরনের ষড়যন্ত্রের বাইরে ছিল না-হযরত আদম (আ.)-এর বিরুদ্ধেও শয়তান ষড়যন্ত্র করেছিল।