বঙ্গবন্ধু নামের প্রতিষ্ঠানের অনুদানে কর রেয়াত বাতিলের চিন্তা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ১৬:০৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হওয়া জাতীয় প্রতিষ্ঠানে অনুদানের বিপরীতে আয়কর রেয়াত সুবিধা বিধান বাতিল করার চিন্তাভাবনা করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও আদেশ বা প্রজ্ঞাপন ইস্যুতে কিছুটা বিলম্ব হতে পারে। সংস্থাটির আয়কর বিভাগের একাধিক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।


জানা গেছে, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ফিলিপাইনে অবস্থান (২১-২৩ নভেম্বর) করছেন। তিনি এলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এরপর প্রজ্ঞাপন জারি করা হবে।


বিভিন্ন সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বঙ্গবন্ধুর নামে জাতীয় পর্যায়ের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এসব প্রতিষ্ঠানে ব্যক্তি শ্রেণির করদাতারা দান বা অনুদান করলে আয়কর রেয়াত সুবিধা পায়। ২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ও ৭৮ ধারা অনুযায়ী এ সুবিধা দেওয়া হয়। মোট ২০টি খাতে বিনিয়োগ ও দান করলে একজন করদাতা আয়কর রেয়াত বা তার প্রযোজ্য কর থেকে কম প্রদান করার সুযোগ মিলবে। সে হিসেবে ‘জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত যেকোনো পরিমাণের অর্থ আয়কর আইনের ধারা ৭৮ অনুসারে কর রেয়াত সুবিধা পাবেন।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও