You have reached your daily news limit

Please log in to continue


ফোনের পাওয়ার বাটন কাজ করছে না, জেনে নিন ১০ সমাধান

শখের স্মার্টফোনে মাঝে মাঝে অদ্ভুত কিছু সমস্যা দেখা যায়। এগুলো সমাধানযোগ্য হলেও, ক্ষণিকের জন্য সেগুলো থেকে হতাশা তৈরি হয়। তেমনি একটা সমস্যা ‘পাওয়ার বাটন’ কাজ না করা। তবে পাওয়ার বাটন কাজ না করলে দুশ্চিন্তার কিছু নেই। সহজেই এর থেকে মুক্তি পেতে পারেন, নিচের পদ্ধগুলোর সাহায্যে।

ভলিউম বাটন ব্যবহার করুন
ভলিউম বোতাম এবং চার্জার সংযুক্ত করে ফোনটি রিস্টার্ট করার চেষ্টা করুন।  কিছু ফোনে ভলিউম ডাউন + হোম বোতাম একসঙ্গে চেপে ধরা যায়।

চার্জার সংযুক্ত করুন
চার্জার লাগালে অনেক সময় ফোন অটোমেটিক অন হয়ে যায়।

অটো পাওয়ার অন-অফ সেট করুন
আপনার ফোনে যদি অটো পাওয়ার অন/অফ অপশন থাকে, তবে সেটি ব্যবহার করে ফোন চালু বা বন্ধ করুন। এই সেটিংস সাধারণত ‘Scheduled Power On/Off’ নামে পাওয়া যায়।  

থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করুন 
প্লে স্টোর থেকে ‘Power Button to Volume Button’ বা ‘Assistive Touch’ অ্যাপ ডাউনলোড করে ফোন চালু/বন্ধ করুন। অ্যাপটি ইনস্টল করার আগে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন