অন্ত্রের ক্যান্সার ঠেকাতে পারে রোগবাহী এই ব্যাকটেরিয়া
অন্ত্রের ক্যান্সার ঠেকানোর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ‘সালমোনেলা’ নামের এক ব্যাকটেরিয়া।
নতুন এক গবেষণায় দেখা গেছে, ব্যাকটেরিয়াটি রোগীর দেহের বিভিন্ন কোষে ক্যান্সারের আক্রমণ ঠেকিয়ে দিতে পারে।
সালমোনেলা ব্যাকটেরিয়ার সংযোগ সাধারণত ফুড পয়জনিং ঘটানোর সঙ্গে পাওয়া যায়। এ ছাড়া এর একটি প্রজাতি টাইফয়েডও ঘটায়। পাশাপাশি এর ক্যান্সারও ঠেকানোর ক্ষমতার কথা দীর্ঘদিন ধরে বলা হলেও থেরাপিতে এটি ব্যবহার করার পর দেখা গেছে, এটি অতটা কার্যকর নয়।
নতুন গবেষণায় ইঙ্গিত মিলেছে, সালমোনেলা ‘টি’ কোষের মাত্রা বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এটি এক ধরনের শ্বেত রক্তকণিকা, যা শরীরকে সংক্রমণ ও রোগ থেকে সুরক্ষা দেয় ও ক্যান্সার কোষ ধ্বংস করে দিতে পারে।
ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে গবেষণা দলটি খুঁজে পেয়েছে, সালমোনেলা সাধারণত টি কোষে ‘অ্যাসপ্যারাজিন’ নামের অ্যামিনো অ্যাসিড কমিয়ে আনার মাধ্যমে ক্যান্সার কোষের আক্রমণ ঠেকিয়ে দেয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- অন্ত্র
- ক্যান্সার প্রতিরোধ