ফিরলেন বাভুমা, ২ বছর পর টেস্টে শ্রীলঙ্কান স্পিনার
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ২০:০৪
শ্রীলঙ্কার হয়ে শুধু টেস্টেই খেলার সুযোগ পেয়েছেন লাসিথ এম্বুলদেনিয়া। তবে দীর্ঘ সংস্করণেও নিজেকে দলটির অপরিহার্য হিসেবে তুলে ধরতে পারেন। ২০১৯ সালে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার আরও একবার সুযোগ পাচ্ছেন নিজেকে প্রতিষ্ঠিত করার।
দীর্ঘ ২ বছরের বেশি সময় পর আবারও টেস্ট দলে ডাক পেয়েছেন এম্বুলদেনিয়া।
সর্বশেষ ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলেছিলেন ১৭ টেস্ট খেলা এই স্পিনার। ২৮ বছর বয়সী স্পিনারের সঙ্গে এক বছর পর দলে ফিরেছেন ৩২ বছর বয়সী ব্যাটার ওশাদা ফার্নান্দো। অবশ্য সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন ওশাদা। তবে খেলার সুযোগ পাননি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ দলের সদস্যে জায়গা হয়নি রমেশ মেন্ডিস ও জেফ্রি ভ্যান্ডারসের। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ছিলেন দুজনই।
- ট্যাগ:
- খেলা
- মাঠে ফেরা
- টেম্বা বাভুমা