শীতে ত্বকের যত্নে বেছে নিন সঠিক পণ্য
যুগান্তর
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ১১:৫০
দোরগোড়ায় শীত। তাপমাত্রা কমছে। তার সঙ্গে হাত-পায়ের চামড়ায় টান ধরছে। খড়ি ফুটে উঠছে গায়ে। এই সময় যদি ত্বকের যত্ন না নেন, আগামী দিনে আরও ভুগতে হবে। শীতকালে ত্বকের দেখভালের জন্য যেমন সঠিক পণ্য বেছে নেওয়া দরকার, তেমনই সঠিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া জরুরি। অন্যথায়, শুষ্ক ত্বক, একজিমা, সোরিয়াসিসের সমস্যা বাড়বে। শীতকালে ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে কী-কী বিষয় মাথায় রাখবেন, চলুন জেনে নেই সে সম্পর্কে।
হাইড্রেশন
ত্বকের আর্দ্রতা বজায় রাখা ভীষণ জরুরি। শীতকালে ত্বক দ্রুত শুকিয়ে যায়। তাই ত্বক হাইড্রেটেড না থাকলে আপনিই সমস্যায় পড়বেন। ত্বক অনুযায়ী সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি।