You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বরাজনীতির সম্ভাব্য মেরুকরণ ও জি২০ সম্মেলন

এবারের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সম্মেলন (এপেক) এবং জি২০ সম্মেলনটি আগামী দিনের বিশ্বব্যবস্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। এর মূল কারণ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচন এবং ডোনাল্ড ট্রাম্পের আবারও হোয়াইট হাউসে ফিরে আসার টিকিট পাওয়া। বর্তমানে রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ চলছে। এই দুই যুদ্ধেই চীন ও রাশিয়ার তুলনামূলক নিষ্ক্রিয়তার কারণ ছিল সর্বাগ্রে অর্থনৈতিক।

পুরো বিশ্বের অর্থনৈতিক কাঠামো যেখানে হোঁচট খেয়েছে, সেখানে রাশিয়া এই যুদ্ধের একটি বড় পক্ষ হয়েও নিজের অর্থনীতিকে সঠিক ধারায় রাখতে পেরেছে, এর মূল কারণ চীন। এই সময়ের মধ্যে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক যেমন বৃদ্ধি পেয়েছে, রাজনৈতিক সম্পর্কও অনন্য উচ্চতা লাভ করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিং গত আড়াই বছর সময়ের মধ্যে উভয়েই উভয়ের দেশ সফর করা ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছেন। প্রতিবারই তাঁরা একে অপরকে অনন্য বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন