মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানাচ্ছে হরিণ, ভিডিয়ো দেখে মন ভিজল নেটিজ়েনদের

eisamay.com প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ১৬:৪৬

নম্রতা, ভদ্রতার জন্য জাপানিদের বিশ্বজোড়া খ্যাতি। সেদেশে এ সব গুণাবলী কেবল মানুষের মধ্যেই সীমিত নয়। তা মানুষের থেকে পশু-পাখিদের মধ্যেও সঞ্চারিত হয়েছে বলেই মনে হয়। তার প্রতিফলন ঘটল একটি ভিডিয়োতেই। সেখানে জাপানের আইকনিক নারা হরিণকে মাথা ঝুঁকিয়ে পর্যটকদের অভিবাদন জানাতে দেখা গেল। সেই ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) ভাইরাল হলো ইন্টারনেটে। ইতিমধ্যেই সেই ভিডিয়ো মন জিতে নিয়েছে সকলের।


জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ভারতীয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটার দিব্যা একটি ভিডিয়ো শেয়ার করেন। তাঁর জাপান ভ্রমণের টুকরো টুকরো ছবিই তিনি তুলে ধরেছেন এই ভিডিয়োতে। সেই ভিডিয়োর উপর টেক্সটে আবার লেখা, ‘এই কারণেই আমি জাপানে যেতে চেয়েছিলাম।’ ভিডিয়োতে দেখা যাচ্ছে, জাপানের আইকনিক নারা হরিণের দিকে এগিয়ে যাচ্ছেন দিব্যা। তাকে ঝুঁকে পড়ে অভিবাদন জানান তিনি। পাল্টা নিজের মাথা নীচু করে যুবতীকে সম্মান জানায় হরিণটি। এর পর হরিণটির মুখে খাবার গুঁজে দেন ওই যুবতী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও