দেশে ফিরে বেবী নাজনিন, ‘শিল্পীরা দলমতের ঊর্ধ্বে থাকবেন, তাঁরা সবার’
কালের কণ্ঠ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ১৯:২০
প্রায় আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সংগীতশিল্পী বেবী নাজনীন। রোববার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। নেমেই কথা বলেন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে। শুরুতেই জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
নাজনীন জানান, ‘দীর্ঘদিন পরে দেশে আসার অভিজ্ঞতা আসলেই অন্যরকম। শিল্পী হিসেবে আমি আবারও দর্শকের সামনে ফিরব। দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। জুলাই আন্দোলনের শিক্ষার্থী-জনতার ত্যাগের কারণে দেশে ফিরেছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘আমাদের শিল্পীদের দীর্ঘদিন ধরে দলীয় মোড়কে আটকে রাখা হয়েছে। আমি এটা চাই না। শিল্পীরা দলমতের ঊর্ধ্বে থাকবেন, তাঁরা সবার।'
- ট্যাগ:
- বিনোদন
- শিল্পী সমাজ
- বেবী নাজনীন